পুলিশ হিন্দিতে গা*লি দিয়ে বলেছে, ‘নে এবার দেশ স্বাধীন কর’
গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুথানের সময় যাত্রাবাড়ী থানার সামনে পুলিশের নির্মম হামলায় আহত শিক্ষার্থী বোরহান খান সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকারে সেই দিনকার তার ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেছেন। সেখানে তিনি উল্লেখ করেন, সেদিন পুলিশরা হিন্দিতে কথা বলেছিল।
তিনি বলেন, যাত্রাবাড়ি থানার ছাদেও দেখলাম তারা পিস্তল নিয়ে ঘুরাঘুরি করতেছে। থানার নিচে দেখলাম পুলিশ স্টেশনের ভিতরে প্রায় ২০০ এর উপরে ছিল। কিছুক্ষণ পর তারা ফায়ার করা শুরু করলো। তখন দৌড়াদৌড়ি শুরু হলো। তখন দেখলাম পুলিশের বিশাল বাহিনী আমাদের দিকে এগিয়ে আসছে।
তিনি আরো বলেন, আমাকে মারার পর অনেক গালাগালি করছিলো। আবার দেখলাম কয়েকজন পুলিশ হিন্দি ভাষায় কথা বলছে। আমি বুঝতে পারলাম যে, যেহেতু হিন্দিতে বলতেসে সুতরাং তারা ভারতীয় হবে৷ হিন্দি ভাষায় অনেক গালিগালাজ করে বলছে, দেশ স্বাধীন করার জন্য আসছিলি, নে দেশ স্বাধীন কর। আমাকে মারছে আর এগুলো বলছে।
0 comments: