সমন্বয়ক সারজিস আলম দায়িত্ব ছাড়লেন
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমে গতি আনার লক্ষ্যে এর গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। প্রতিষ্ঠানের সাবেক সাধারণ সম্পাদক সারজিস আলম জানান, ফাউন্ডেশনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য ‘এক্সিকিউটিভ কমিটি’ গঠন করা হয়েছে। এই কমিটি পুরো অফিসের কর্মকাণ্ড তদারকি করবে এবং চিফ এক্সিকিউটিভ অফিসার অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
বুধবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এই তথ্য জানান তিনি। তিনি লিখেছেন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারন সম্পাদকের দায়িত্বে আমি নেই ৷ এই ফাউন্ডেশনের গতি তরান্বিত করার জন্য ফাউন্ডেশনের গঠনতন্ত্র, কাঠামো ও কাজের প্রক্রিয়াতে পরিবর্তন আনা হয়েছে ৷
এখন থেকে ‘এক্সিকিউটিভ কমিটি’ পুরো অফিসের সার্বিক বিষয় পরিচালনার দায়িত্ব পালন করবে ৷ চীফ এক্সিকিউটিভ অফিসার(CEO) সেখানে অফিসের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবে ৷ মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বর্তমানে CEO হিসেবে দায়িত্ব পালন করছে ৷
0 comments: