ধরা খেলো ১৬ ছাত্র-ছাত্রী: কাজী ডেকে বিয়ে করিয়ে দিলো এলাকাবাসী
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রিজেন্ট পার্ক ও রিসোর্টে আপত্তিকর অবস্থায় ১৬ প্রেমিক যুগলকে আটক করেছেন স্থানীয়রা। তাদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার তাদের আটক করা হয়। জানা যায়, দক্ষিণ সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্কে অসামাজিক কাজের অভিযোগ দীর্ঘদিন থেকে। পার্কের ভেতর কয়েকটি কক্ষ রয়েছে, যা ভাড়া নিয়ে চলে অসামাজিক কার্যকলাপ। সেই সুযোগে কর্তৃপক্ষ হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।
রোববার ১৬ প্রেমিক যুগল বিভিন্ন কক্ষ ভাড়া নেয়। খবর পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে আপত্তিকর অবস্থায় তাদের আটক করেন। সন্ধ্যা ৭টায় শেষ খবর পাওয়া পর্যন্ত স্থানীয়রা তাদের আটকে রেখেছেন। তারা উদ্যোগ নিয়েছেন অভিভাবকদের খবর দিয়ে বিয়ের ব্যবস্থা করার।
এ ব্যাপারে মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং অভিভাবকদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে।
0 comments: